প্রকাশিত : ১২ মার্চ, ২০২৩ ২০:৫৫

'স্বাধীনতা যুদ্ধে জনমত গড়ে তুলতে ভূমিকা পালন করেছে সংবাদপত্র': এমপি রিপু

প্রেস বিজ্ঞপ্তি
'স্বাধীনতা যুদ্ধে জনমত গড়ে তুলতে ভূমিকা পালন করেছে সংবাদপত্র': এমপি রিপু
বগুড়ায় দেশ রূপান্তরের চতুর্থ বর্ষ পেরিয়ে দায়িত্বশীলতার পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে 'স্বাধীনতা যুদ্ধে জনমত গড়ে তুলতে ভূমিকা পালন করেছে সংবাদপত্র' উল্লেখ করেছেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। রোববার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে মিলনায়তনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন করা হয়।
 
আয়োজনে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র সরাফত ইসলাম, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর।
 
প্রধান অতিথির বক্তব্যে  সাংসদ রাগেবুল আহসান রিপু বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধুকে গড়ে তুলেছে সংবাদপত্র। আমাদের স্বাধীনতার জন্য সারা বাংলাদেশে যে জনমত গড়ে তোলার দরকার ছিল তার সিংহভাগ দায়িত্ব পালন করেছে সাংবাদিকরা ও পত্রিকা গুলো। আমরা সবসময় চাই, আমাদের দেশের সংবাদপত্র গুলো যেন সংবিধান মেনে সাংবাদিকতা করে। বঙ্গবন্ধু এদেশের সাংবাদিকদের কলমের স্বাধীনতা দিয়েছেন। এদেশের স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের লেখনির মধ্যে দিয়ে জনমত গড়ে উঠেছিল। পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আন্দোলন সংগ্রামের কথা। সংবিধান মেনে সাংবাদিকদের লিখতে। সাংবাদিকদের লেখনিতে উঠে আসবে সমাজের চিত্র। সৎ ও নিষ্ঠা দিয়ে সাহসিকতার সাংবাদিকতা করতে হবে। সংবাদপত্র পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের দেশের সংবাদপত্রের গুরুত্ব আরও বেশি। আমাদের দেশের সংবাদপত্র গুলো যেন স্বাধীনতার অসাম্প্রদায়িক যে রাজনীতি তা ধারণ করে  সংবাদপত্রগুলো কাজ করে যাবে। এবং মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার পথে এগিয়ে যাচ্ছে দেশ রূপান্তর তার ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার সমুদ্র হক, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাফউদ্দৌলা ডিউক, সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মহসিন আলী রাজু, দৈনিক ভোরের দর্পণের স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসেন, এশিয়ান এজের বগুড়া প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক বিমু রহমান, দৈনিক চাঁদনী বাজারের ফটো সাংবাদিক আব্দুস সালাম, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, কবি মাহমুদ হোসেন পিন্টু, সাংবাদিক সানাউল হক শুভ, বাংলার মুখ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন, বগুড়া প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, হোমিও চিকিংসক পরিষদের ডাঃ শাহ গাজী, ডাঃ আতিক হাসান সুমন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, বগুড়া কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়, সাংবাদিক অনন্ত সেলিম, টিভি ক্যামেরাপারসন মতিউর রহমান মতি, আব্দুর রাজ্জাক, মনির হোসেন, সাব্বির, ফটো সাংবাদিক রাশেদ, কমল, দেশবাংলার ফটো সাংবাদিক সজল শেখ, এনসিএন'র আব্দুর রহমান ববিন, সাংবাদিক জুয়েল রহমান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর পত্রিকার বগুড়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।
উপরে