প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩ ১৪:৫২

নন্দীগ্রামে হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুন্দারহাট হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এম আর জামান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া হাইওয়ে সার্কেল বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,এসআই আবুল হাসানাত, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য নজীবুল্লাহ মজনু, স্থানীয় মেম্বার কামরুল ইসলাম, যমুনা টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি মেহেরুল সুজন প্রমুখ। বক্তব্যকালে বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায় বলেন, মটরসাইকেল চালানো অবস্থায় ফোনে কথা বলবেন না, নসিমন করিমনে উঠবেন না, সিএনজি স্ট্যান্ড যেখানে সেখানে থাকবেনা, এমনকি রাস্তার দুই পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার হরেশ্বর রায়।

উপরে