প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩ ১৪:৫৪

শাজাহানপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শাজাহানপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বগুড়ার শাজাহানপুরে উপজেলা চোপিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 
 
সোমবার (১৩ মার্চ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মা/অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রাপ্তদের সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।
 
মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এবং শিক্ষার্থীদের উপস্থিত বৃদ্ধি ও ঝরে পড়া রোধকল্পে স্কুল কর্তৃপক্ষ এ আয়োজন করেন।
 
উপজেলা শিক্ষা অফিসার ছাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মোস্তারী,উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম তাহেরুল ইসলাম,মুহাম্মদ পারভেজ আহম্মেদ,মোমিনুল ইসলাম,মাহবুব আলম,জহুরুল ইসলাম,ওয়াহিদুর রহমান,চোপিনগর সপ্রাবি সভাপতি শাহ আলম নান্নু,চোপিনগর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোহেল আকতার প্রমুখ।
 
এ সময় চোপিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম শহিদুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিত্ব,অভিভাবক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য,এ  বছর বিদ্যালয় থেকে ৬ জন বৃত্তি পেয়েছে। যার মধ্যে তাহিয়া রহমান ট্যালেন্টপুলে,এছাড়াও সাবিহা ইয়াছমিন,হাফছা খাতুন,শাহরিয়ার ইসলাম,মিশকতা হাসান,আবু বক্কর সাধারণ বৃত্তি পেয়েছে।
উপরে