শিবগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
“কৃষি কাজে প্রযুক্তি শিবগঞ্জের সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়।
মঙ্গলবার শিবগঞ্জ কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ
আহমেদ রিজু। উদ্বোধন শেষে এক আলোচনা সভা শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে স্বাগত বক্তব্য
রাখেন উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ সরকার। অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মোসলেমা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, কৃষি সম্প্রসারণ অফিসার রুহিদ হাসান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর
রহমান, উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু।