প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩ ২০:২৮

সৈয়দপুরে কোরআন অবমাননার অভিযোগে হিন্দু কিশোর গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে কোরআন অবমাননার অভিযোগে হিন্দু কিশোর গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়ায় (থাই জুয়া) বাজি ধরাতে পবিত্র  কোরআন শরীফ ছুঁয়ে শপথ করার ভিডিও প্রকাশ করার অভিযোগে রূপক রায় (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর শহরের কয়া মিস্ত্রিপাড়ার দূর্গামন্দির এলাকার মৃত. রথিন রায়ের  ছেলে রূপক রায়। সে দিনাজপুরের ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিউটের একজন শিক্ষার্থী। সেই সঙ্গে সে (রূপক রায়) অনলাইন জুয়া আসক্ত। গত ১২ মার্চ সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নিজের আইডিতে একটি ভিডিও প্রকাশ করে। ‘ওই ভিডিওতে পবিত্র  কোরআন শরীফ হাতে শপথ করে জুয়াড়িদের উদ্দেশ্যে বলে, কোরআনের শপথ করে বলছি যারা এই অনলাইন জুয়ায় অংশ  নেবেন তাঁরা প্রতারিত হবেন না, লাভবান হবেন।’ 

গত সোমবার (১৩ মার্চ) ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এতে করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনাটি সৈয়দপুর থানাকে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে রাতে শহরের পুরাতন বাবুপাড়ার মৃত. আসলাম হোসেনের  ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করে। এরপর মামলার বাদীর অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপক রায়কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এ ঘটনায় রূপককে  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত রূপক রায়কে আদালতে প্রেরণ করা হয়েছে।  সেই সঙ্গে  যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁর বাসায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

উপরে