প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩ ২০:৩৫

বগুড়ায় টিস্যু কালচার পদ্ধতিতে কলা চাষ প্রকল্প পরিদর্শন করলেন পিকেএসএফ এমডি

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় টিস্যু কালচার পদ্ধতিতে কলা চাষ প্রকল্প পরিদর্শন করলেন পিকেএসএফ এমডি

টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে পরিবেশ সম্মত উপায়ে জি-৯ কলার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। উত্তরাঞ্চলে প্রথম  প্রক্রিয়ায় কলা চাষ করে লাভবান হচ্ছেন চাষীরা। উপজেলার আঁচলাই গ্রামে গত সোমবার উক্ত কলা চাষ প্রকল্প পরিদর্শন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি।

এসময় তিনি কৃষক মাঠ দিবসে উপস্থিত চাষীদের সাথে মতবিনিময় ও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান ও প্রকল্পের ফোকাল পার্সন ও টিএমএসএস’র যুগ্ম-পরিচালক রেজাউল করিম, সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী আব্দুল কুদ্দুস। পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় টিএমএসএস চাষীদের মধ্যে কলাচাষের এই প্রকল্প সম্প্রসারণে কাজ করছে।

উপরে