বগুড়ায় টিস্যু কালচার পদ্ধতিতে কলা চাষ প্রকল্প পরিদর্শন করলেন পিকেএসএফ এমডি
প্রেস বিজ্ঞপ্তি

টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে পরিবেশ সম্মত উপায়ে জি-৯ কলার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। উত্তরাঞ্চলে প্রথম প্রক্রিয়ায় কলা চাষ করে লাভবান হচ্ছেন চাষীরা। উপজেলার আঁচলাই গ্রামে গত সোমবার উক্ত কলা চাষ প্রকল্প পরিদর্শন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি।
এসময় তিনি কৃষক মাঠ দিবসে উপস্থিত চাষীদের সাথে মতবিনিময় ও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান ও প্রকল্পের ফোকাল পার্সন ও টিএমএসএস’র যুগ্ম-পরিচালক রেজাউল করিম, সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী আব্দুল কুদ্দুস। পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় টিএমএসএস চাষীদের মধ্যে কলাচাষের এই প্রকল্প সম্প্রসারণে কাজ করছে।