আদমদীঘি শিশু নিকেতন বিদ্যালয়ের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিশু নিকেতন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় বিদ্যায়ল প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভুমি)মুনিরা সুলতানা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ। শেষে বিদ্যালয়ের বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের ঝে পুরস্কার বিতরন করেন।