প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩ ২১:০৮

গুলিস্তানের বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
গুলিস্তানের বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

রাজধানী গুলিস্তানে সিদ্দিকবাজারেবিস্ফোরণের ঘটনায় আরো একজন মারা গেছেন। আজ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আইসিইউতে দগ্ধ মো. জাহান সরদারের (২৬) মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জাহান আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। 

জাহান দক্ষিণ যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. জাহাঙ্গীর আলম।

আইউব হোসেন আরো বলেন, বর্তমানে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হাসান নামে একজন লাইফ সাপোর্টে, একজন এইচডিইউতে, বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন।

উপরে