পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে এক যুবকের আত্মহত্যা

দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১৫ মার্চ) গভীর রাতে পার্বতীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চান্দুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,বুধবার গভীর রাতে পার্বতীপুর পৌরসভার চান্দুয়াপাড়া গ্রামের মামুনুর রশীদ মামুনের পুত্র মোক্তার হোসেন বাপ্পী (৩৩) সবার অজান্তে নিজ বাড়ীর বারান্দার চালের সাথে গরুর দড়ি বেঁধে গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার আসল কারণ জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বাপ্পী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। এর আগেও সে একবার গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু দড়ি ছিরে পড়ে যাওয়ায় সে যাত্রায় সে রক্ষা পায়। ধারণা করা হচ্ছে মানসিক রোগের কারনেই সে এমনটি ঘটিয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার এ এস আই লিপির সাথে যোগাযোগ করা হলে তিনি আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেন।