প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩ ১৪:১২

বগুড়ায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৪ বছরে পদার্পনে বগুড়ায় ফুলেল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বুধবার বেলা ১২টায় বগুড়া শহরের ম্যাক্স মোটেলে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। 

বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য রুমানা আজিজ রিংকি সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সিনিয়র সাংবাদিক মহসীন আলী রাজু।

বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মিলন রহমান, সাবেক সহ সভাপতি জিয়া শাহীন, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, সমকালের উত্তরাঞ্চল প্রধান লিমন বাশার, বাজুস বগুড়ার সভাপতি মতলেবুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু, বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, পাঠাগার সম্পাদক এইচ আলিম, কালবেলার নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্ত, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, মমিনুর রশিদ সাইন, সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, সাজ্জাদ হোসেন পল্লব, সংস্কৃতজন আব্দুল হান্নান, এবিএম জিয়াউল হক বাবলা, আতিকুর রহমান মিঠু, কবি জয়ন্ত দেব, শাহাদত হোসেন, রবিউল আলম অশ্রু, রবিউল করিম হৃদয়, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি: এর বগুডা প্রেস ইউনিটের ব্যবস্থাপক কারিম উল্লাহ, সহকারি নির্বাহী কৌশিক শাহরিয়ার সোহেল, জাপা নেতা আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ফটো সাংবাদিক বজলুর রশিদ সুইট, সাংবাদিক অরুপ রতন শীল, সিয়াম সাদিক আফ্রিদি, দেশ রুপান্তরের প্রতিনিধি সাখাওয়াত হোসাইন জনি, সাংবাদিক আজাহার আলী, ফটো সংবাদিক আল আমিন, সজল শেখ, মামুন, সাহাদত জামান, ববিন রহমান, মিজানুর রহমান, আদর্শ ছাপাঘরের পক্ষে রেজাউল করিম, কাজল করিম ও আবদুল মতিনসহ বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকগণ। 

আলোচনা সভা শেষে কেক কাটা এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

বগুড়া -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতেগণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট একজন মানুষ থেকে অনেক বড় মানুষ হিসেবে তৈরী করেছিলো গণমাধ্যম। আমাদের জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার মুলে ছিল সংবাদপত্র। আমরা সবসময় প্রত্যাশা করি গণমাধ্যম যেন সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, পরিবেশন করে এবং গঠনমূলক সমালোচনা করে। দেশের সংবিধান মেনে গণমাধ্যম পরিচালনা করবেন এটা সকলের প্রত্যাশা করে। অসাম্প্রদায়িক রাজনীতি যেন গণমাধ্যমগুলো অনুসরন করে, সেই শক্তিকে যেন সাহস যোগায়, শক্তি যোগায় এই প্রত্যাশা করি। অগ্নিঝরা মার্চে বাংলাদেশ প্রতিদিনের জন্ম, সেই চেতনা ধারন করেই বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যাক এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি ১৪ বছরে পদার্পনে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকগন দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। বাংলাদেশ প্রতিদিন সাংবাদিকতার ক্ষেত্রে বিস্ময়ের সৃষ্টি করেছে। পত্রিকাটি অভুতপূর্ব উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ প্রতিদিন এখন দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে। বাংলাদেশ প্রতিদিন স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। এ কারনে আজ জনপ্রিয়তার শীর্ষে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বগুড়াসহ দেশের উন্নয়ন এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জাপাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপরে