শিবগঞ্জে বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা ইন্সপেক্টর (তদন্ত) হাসমউল্লাহ, পিরব ইউপি চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টন, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, নির্বাচন অফিসার আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, জন স্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, আইসিটি অফিসার মাহফুজুর রহমান নয়ন, তথ্য অফিসার রোমানা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাশেম আলী, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, শিবগঞ্জ সরকারি মোজাফ্ধসঢ়;ফর হোসেন কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু, শিবগঞ্জ ফাযিল ডিগ্রী মাদ্রাসা প্রভাষক আব্বাস আলী, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, রাশেদুর রহমান রানা।