মাত্র ৪৮ টাকায় বিদেশ যাওয়ার সুযোগ যুবক-যুবতীদের

‘কাজ জানি না, ভাষা জানি না’ বলার দিন শেষ, ‘দক্ষ হয়ে বিদেশ যাই, স্বচ্ছলতা-সম্মান দুই পাই’ সরকারিভাবে বিদেশে যেয়ে নিজের ও দেশের উন্নতি করি, মাত্র ৪৮ টাকায় প্রশিক্ষণ গ্রহণ করে বৈধভাবে বিদেশে যেয়ে এলাকার ও দেশের উন্নতি করি। বক্তারা তাদের বক্তব্যে এসব কথা তুলে ধরেছেন যুবদের মাঝে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ উপজেলার বিদেশ গমন ইচ্ছুক বা কর্মসংস্থান সৃষ্টিতে আগ্রহী যুবদের অবহিতকরণ সভায় এসব বক্তব্য তুলে ধরেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সহযোগিতা করেছেন নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউর রহমান, ইন্সট্রাক্টর শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন প্রমুখ।
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউর রহমান জানান- মাত্র ৪৮ টাকা ফিতে প্রশিক্ষণ আর থাকার ব্যবস্থা ১২ টাকায় প্রশিক্ষণ গ্রহণে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার সুর্বণ সুযোগ দিচ্ছে বর্তমান সরকার। প্রশিক্ষণ গ্রহণ ও দক্ষ জনশক্তিতে রুপান্তর হয়ে বিদেশে গিয়ে নিজের ও দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বানও জানান যুবদের।