প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩ ২১:৫৫

পার্বতীপুরে ফ্রি চক্ষু শিবিরে ৬ শতাধীক রোগীর চিকিৎসা প্রদান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে ফ্রি চক্ষু  শিবিরে ৬ শতাধীক রোগীর চিকিৎসা প্রদান

দিনাজপুরের পার্বতীপুরে ফ্রি চক্ষু শিবিরে ৬ শতাধীক চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনব্যাপী এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি । গরীব ও সুবিধা বঞ্চিত চক্ষু রোগীদের জন্য পার্বতীপুরের ভবানীপুর যুব সমিতি মাঠ প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করে রোটারি ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল ও মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি'র কনিষ্ঠ কণ্যা ফারজানা রহমান শিমলার সার্বিক তত্ত্বাবধানে এবং ভবানীপুর যুব সমিতি ও পার্বতীপুর ফুলবাড়ী ভলান্টিয়ার এ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায়  দিনব্যাপী অনুষ্ঠিত হয় ফ্রি চক্ষু শিবির। এলাকার ৬২০ জন গরীব ও সুবিধা বঞ্চিত চক্ষু রোগীকে এই শিবিরের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন দিনাজপুর বালুবাড়ীর আলোহা স্বাস্থ্য সেবা কেন্দ্র ও হাসপাতালের চিকিৎসবৃন্দ। সহযোগিতায় ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব নয়ন। চক্ষু শিবিরে পৌঁছালে চোখে পড়ে এলাকার মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবার দৃশ্য। কথা হয় আয়োজক মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারজানা রহমান শিমলার সাথে। তিনি জানান,দিনব্যাপী এই ফ্রি চক্ষু শিবিরের মাধ্যমে ৬২০ জনকে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৩০ জনকে চশমা,১৫০ জনকে আই ড্রপ,১০০ জনকে ছানি অপারেশন এবং বাকীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন  ভাবে দুঃস্হ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা প্রদান করে আসছেন। 
 

উপরে