আদমদীঘিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে।
সকালে দিবসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান, দোয়া মাহফিল, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ওসি রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন প্রমুখ। অপরদিকে উপজেলা আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীল পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান, বঙ্গবন্ধুরভাষন প্রচার, দোয়া মাহফিল এবং বিকেলে কেক কর্তন ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।