সৈয়দপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

শুক্রবার সারাদেশে মতো নীলফামারীর সৈয়দপুরেও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এর ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শহরের ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
এর আগে সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ফয়সাল রায়হান প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পর একে একে পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন,সামাজিক, সাংস্কৃতিক,পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটিতে সৈয়দপুর উপজেলা প্রশাসন গৃহিত দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকল গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও ভবনসমূহে আলোকসজ্জায় সজ্জিতকরণ, জাতীয় পতাকা উত্তোলন, সকল মসজিদ, মন্দির প্যাগোডা ও গীর্জা মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা।
এদিকে দিবসটিতে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন সমূহ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, র্যালি, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।