প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩ ২০:২৩

বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী উদযাপন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী উদযাপন

১৭ মার্চ স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’- এই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন, বর্ণঢ্য র‌্যালী, শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এউপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদুল রহমান, আইসিটি অফিসার মাহফুজুর রহমান নয়ন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সন্তোষকুমার দিলীপ, মোকলেছার রহমান। অপর দিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। কর্মসূচির মধ্যে ছিল সকালে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন, দুপুরে শিবগঞ্জ কেন্দ্রীয় বরকতিয়া জামে মসজিদের দোয়া মাহফিল, বিকালে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে স্মরণ কালের মধ্যে সর্ববৃহৎ ১০৩ পাউন্ড কেক কর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও কিচক ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শাজাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মুঞ্জু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর
কাউন্সিলর শামসুদ্দোহা শামীম, বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম চঞ্চল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম, এমদাদুল হক এমদাদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল
আক্তার মিঠু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বেলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল রানা মিন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু,সাধারণ সম্পাদক সামছুল মোল্লা, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর আলম, শ্রমিক লীগ নেতা মাসুদ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি ও মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, উপজেলা যুবলীগ নেতা ও শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, পিরব ইউপি চেয়ারম্যান আসিফ রহমান মিল্টন, যুবলীগ নেতা এমরান হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সাইদুল রহমান, ছাত্রলীগ নেতা আবু রায়হান।

উপরে