প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩ ২২:০৮

নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) দুপুরে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. জাহেদুর রহিম খান চৌধুরী, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী ব্যাপক উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যা দেখার জন্য এলাকার হাজার হাজার নর-নারীদের সমাগম ঘটে।

উপরে