প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩ ২২:১৫

শিবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু জানান, উপজেলার ৯০ হাজার ছেলেমেয়েকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার ৫-১৬ বছরের ছেলেমেয়েদেরকে এ কৃমিনাশক টেবলেট খাওয়ানো হবে।

রবিবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এর আয়োজনে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এ কৃমি সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম, স্বাস্থ্য কর্মী মিনহাজুল শামীম, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক
সোহেল আক্তার মিঠু, সহকারি শিক্ষক আজিজার রহমান, মোস্তাফিজার রহমান রাজা।

উপরে