প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩ ২১:১২

সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেেেজর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেেেজর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীলফামারীর সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  (২০ মার্চ) সকালে উপজেলার  পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নে খালিশা বেলপুকুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে নিজস্ব খেলার মাঠে ওই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী,  ছাত্রছাত্রীদের প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা পাইলট।

খালিশা বেলপুুকুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম।

পরে প্রধান অতিথি ইউএনও ফয়সাল রায়হান বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪৯ টি ইভেন্টে প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ও সহকারী শিক্ষক পরিতোষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

 

উপরে