পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডোবার পানিতে পড়ে মোস্তাকিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।গত রোববার সন্ধ্যায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগড় বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত মোস্তাকিন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, সবার অজান্তে বাড়ির বাইরে বের হয়ে খেলা করার সময় পানিতে পড়ে যায় সে।
পরিবারের লোকেরা মোস্তাকিনকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ডোবা থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে । তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।