সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বিকেলে শহরের কয়ানিজপাড়াস্থ প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ৩২৩ নম্বর সংরক্ষিত মহিলার আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ ও সহকারী শিক্ষিকা বিলকিস বাণুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লায়ন কাজী জাহানারা বেগম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫২ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নার্সারী দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে মূল্যবান বই তুলে দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাবেয়া আলীম বলেছেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত। আগামীতে লেখাপড়া শিখে তারা একজন ভাল মানুষ হিসেবে গড়ে উঠবে এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সুধীজন,সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সদস্যবৃন্দ, অভিভাবক,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: