শাজাহানপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বগুড়ার শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় বিদ্যালয় থেকে বিগত বছরের জিপিএ ৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা দেন।
সোমবার বেলা সাড়ে ১২ টায় স্কুল কতৃপক্ষ বিদ্যালয় মাঠে এ আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। চোপিনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একেএম ফজলুল হক মোল্লার সভাপতিত্বে প্রধান শিক্ষক সোহেল আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাফী মাস্টার,বীর মুক্তিযুদ্ধা সোলাইমান,চোপিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট শাহ্ধসঢ়; আলম নান্নু,প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,চোপিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুর রহমান,সহকারী শিক্ষক আখতার হোসেন,সাইফুল ইসলাম,আবিদুল ইসলাম,মোছাঃ গুলশানায়ারা বেগম,খাইরুল ইসলাম,নাছরিন আক্তার,মোল্লা আবুল কালাম সহ অভিভাবক,স্থানীয় গন্যমান্য ব্যক্তি,প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ