প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩ ২১:৩৩

বগুড়ায় ইসলামী সমাজের উদ্যোগে ইমানদারদের করণীয় বিষয়ে আলোচনা

অনলাইন ডেস্ক
বগুড়ায় ইসলামী সমাজের উদ্যোগে ইমানদারদের করণীয় বিষয়ে আলোচনা

বগুড়ায় পবিত্র মাহে রমযান মাসে আল-কোরআন নাযিলের উদ্যেশ্য এবং ইমানদারদের করণীয় বিষয়ে বিশেষ আলোচনা সভা করা হয়েছে।

সোমবার বিকেলে শহরের ঠনঠনিয়া সংগঠন কার্যালয়ে ইসলামী সমাজ বগুড়া জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী সামাজ এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর। সংগঠনের জেলার দায়িত্বশীল তৌহিদুর রহমান বাপ্পির সভাপতিত্বে ও রংপুর বিভাগের দায়িত্বশীল মো. ছাইফুল ইসলাম মিঠুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী সমাজ ঢাকা অঞ্চল-১ এর দায়িত্বশীল ইউসুফ আলী মোল্লা, রাজশাহী বিভাগের দায়িত্বশীল হাফিজুর রহমান, ঢাকা দক্ষিণ সিটির সহ: দায়িত্বশীয় আবু জাফর মোহাম্মাদ সালেহ, নওগাঁ জেলার দায়িত্বশীল সাদিকুজ্জামান সাজুসহ প্রমুখ। 

অনুষ্ঠানে আলোচকবৃন্দরা বলেন, ইসলামী সমাজ সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহন করে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ন কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকলকে আমরা ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। 

উপরে