পঞ্চগড়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
পঞ্চগড় প্রতিনিধি

'বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, করতে হবে জাতীয়করণ’-এই স্লোগানে চাকুরী জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শেরেবাংলা পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ মানবন্ধনে একাত্বতা প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সদর উপজেলা শাখার সভাপতি এইচএম একরামুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
মানববন্ধন বক্তারা অবিলম্বে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।