প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩ ২২:২১

বাজার নিয়ন্ত্রণে বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান

ষ্টাফ রিপোর্টার
বাজার নিয়ন্ত্রণে বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান
মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণে বগুড়ায় এবার আগে থেকেই মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর ১২টার দিকে শহরের কলোনী ও ফুলতলা বাজারে সতর্কতামূলক এই বিশেষ অভিযানের প্রথম দিনে খুব বেশি অংকের জরিমানা করা না হলেও  মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় অভিযানে ৮ দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
 
বিষয়গুলো নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, মাহে রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে বুধবার আকস্মিক অভিযান চালানো হয়েছে। এসময় শহরের দুই গুরুত্বপূর্ণ  কলোনী ও ফুলতলা বাজারে ৮ দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৩ জন মুরগী বিক্রেতাকে ৬ হাজার, ৪ মুদি দোকানীকে ৫ হাজার ও একজন সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কারও কাছেই মূল্য তালিকা বা ক্রয় রশিদ ছিলোনা।  
 
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিস ও জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেন। রিজভী জানান জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।
উপরে