প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩ ২২:৪৫

শিবগঞ্জ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে মজিব বর্ষ উপলক্ষে ৪র্থ ধাপে নতুন ঘর পেলেন ১১৫ পরিবার। এ নিয়ে উপজেলায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে ৪৪০ জন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন। এর মধ্য দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে শিবগঞ্জ উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসান ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু,শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর শাকুর, প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাশেম আলী, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, আইসিটি প্রোগ্রামার মাহফুজুর রহমান নয়ন, তথ্য সেবা কর্মকর্তা রোমানা আক্তার, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শিবলী।

উপরে