প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩ ১৬:৪৭

শিবগঞ্জ আমতলী ইসলাহুল উম্মাহ মাদরাসায় পুরস্কার বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জ আমতলী ইসলাহুল উম্মাহ মাদরাসায় পুরস্কার বিতরণ

“সু-শিক্ষা, সু-নাগরিক, দেশ প্রেম, সৃষ্টির সেবা ও ¯্রষ্টার ইবাদত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুরআন, হাদিস ও জেনারেল শিক্ষার সমন্বয়নে পরিচালিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে ইসলাহুল উম্মাহ মাদরাসায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি মুহাম্মাদ উরম ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ধর্মীয় শিক্ষা মানুষকে ইসলামী জ্ঞান অর্জনে সহায়তা করে, সমাজের সাধারণ মানুষকে ধর্মীয় রীতি নীতি ও
বিধি বিধান সম্পর্কে সচেতন করে তোলে। তিনি আরো বলেন, মাদ্রাসায় পড়া লেখা করলেও ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সরকারি যে কোন স্তরে
চাকুরি পাওয়ার সুযোগ রয়েছে। জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার
পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করবে বলে আশা রাখি। ইসলাহুল উম্মাহ মাদ্রাসার পরিচালক আবু হানিফ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাকিম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ওবাইদুর রহমান, মিজানুর রহমান, মোঃ জাহেদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, হাফেজ আনাস মাহমুদ, আতিকুর রহমান, মমতা বেগম, মুজাহিদ হাসান, মৌসুমী বেগম,
মৌসুমী খাতুন, শামীমা আক্তার, রেশমা খাতুন, সোহানা আক্তার, রিতা আক্তার, শিউলী বেগম, নূসরাত জাহান, সায়িদা আফরিন, ঋতু খাতুন।

উপরে