প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩ ২১:৩৮

পার্বতীপুরে রোজার প্রথম দিনেই ভাসমান অসহায় মানুষকে ইফতার করালো ডুনেশন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে রোজার প্রথম দিনেই ভাসমান  অসহায় মানুষকে ইফতার করালো ডুনেশন

দিনাজপুরের পার্বতীপুরে রোজার প্রথম দিনেই  ১শ' জন অসহায় দুঃস্থ ভাসমান মানুষেকে ইফতার করালো ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় পার্বতীপুর রেল স্টেশন সংলগ্ন ইয়াং স্টার ক্লাব প্রাঙ্গণে এই ইফতারের আয়োজন করা হয়।    

জানা গেছে,রোজার প্রথম দিনেই স্বেচ্ছাসেবী সংগঠন  ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট এর সহায়তায় ১শ' জন মানুষকে ইয়ং স্টার ক্লাবে ইফতার করানো হয়। বিশেষ করে  স্টেশনে ভাসমান মানুষ,  অসহায় দুঃখী মানুষদের ইফতার করানো হয়েছে। ট্রাস্টের প্রধান আপন আহসানের সহায়তা ও পার্বতীপুর পৌরসভার মেয়র  মোঃ  আমজাদ হোসেনের সহযোগিতায় এই ইফতারের আয়োজন করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর রোজা ও ঈদে ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে বর্তমান পৌর মেয়র মোঃ আমজাদ হোসেনের সহযোগিতায় এলাকার দুঃস্থ আসহায় মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে।

উপরে