ওজন কম দেয়া ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বগুড়ায় ২ প্রতিষ্ঠানে জরিমানা
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় কাগজের ঠোঙ্গাতে ওজন জালিয়াতি ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই ফল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার মাহে রমজানের ১ম দিনেই সকাল ১১ টার দিকে শহরের কাঁঠালতলায় জাতীয় ভোক্ত সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, মাহে রমজানের প্রথম দিনে শহরের কাঁঠালতলা বাজারে অভিযান চালানো হয়। এই সময় রাজা ফল ভান্ডারের প্রোপাইটার মো: রাজাকে ৫ হাজার ও আলি ট্রেডার্সের প্রোপাইটারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তারা উভয়েই খুচরা ফল ব্যবসায়ী। ফলের সঙ্গে ওজন করে দেওয়া কাগজের ঠোঙ্গার নিচে পৃথক কাগজ দিয়ে দেন তারা। তখন ওই ঠোঙ্গার ওজন হয় ১০০ থেকে ১৫০ গ্রাম হয়ে যায়। রাজা ফল ফান্ডার এ আলি ট্রেডার্সে এই জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।