প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩ ২১:৫২

সৈয়দপুরে কৃষিবিদ হোমায়রা মন্ডলের পিতার ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে কৃষিবিদ হোমায়রা মন্ডলের পিতার ইন্তেকাল

রংপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডলের পিতা হুমায়ুন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাতে বার্ধক্যজনিত কারণে নীলফামারীর সৈয়দপুর শহরের মন্ডল ভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৪ মার্চ) নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর মন্ডলপাড়ায় বাদ জুমা তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম হুমায়ুন মন্ডল ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা জজ হাবিবা মন্ডল,সৈয়দপুর শহরের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা মন্ডল, সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজা মন্ডল, রূপালী ব্যাংক লিমিটেড  রংপুর  জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার দৌলতুজ্জামান মন্ডলের পিতা এবং উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মোহাম্মদীয়া শাহ্ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তুলি বেগমের শ্বশুর।

তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়রাম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাজাহাদা সরকার,  সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, দৈনিক আলাপন সম্পাদক লায়ন আমিনুল হক, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মো. রাজিব উদ্দিন বাবু, সাংবাদিক কাজী জাহিদ, মো. আমিরুজ্জামান এম আর আলম ঝন্টু, আবু বিন আজাদ, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু, সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব মো. মজিদুল ইসলাম মন্ডল প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উপরে