নানা কর্মসূচির মধ্যদিয়ে সৈয়দপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

শনিবার (২৫ মার্চ) সারাদেশের মতো দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরেও গণহত্যা দিবস পালিত হয়েছে।
সৈয়দপুর উপজেলা প্রশাসন গৃহিত ২৫ মার্চের গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে ছিল গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা,গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকী ব্লাকআউট।
সন্ধ্যা সাতটায় শহরের উপকণ্ঠে কয়াগোলাহাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে গণহত্যা দিবসের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রমুখ।
এ সময় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র-১ মো. শাহিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ,সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু,শহীদ পরিবারের সদস্য লিয়াকত হোসেন লিটনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য,সাংবাদিক রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে গণহতা দিবসটি উপলক্ষে শহরের কয়াগোলাহাট বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্ত^বক অর্পণ করা হয়। পরে শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
সৈয়দপুর পৌরসভা সহযোগিতায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লাল চত্বরে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে শহরের নানা বয়সী মানুষ ভীড় করেন। দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন আলোকচিত্র প্রদর্শনী স্থলে আসেন। এ সময় তিনি প্রদর্শনীতে প্রদর্শিত ২৫ মার্চ গণহত্যার বিভিন্ন আলোকচিত্র মনোযোগ সহকারে দেখেন। পরে তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন
এছাড়াও সৈয়দপুর উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযাদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।