শাজাহানপুরে আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিল
বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরহাটস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছানাউল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও অংশ নেন ফরিদুল ইসলাম মুক্তা, ফজলুল হক মোল্লা, হোসেন শরীফ মনির, জুলকার নাইম, আসাদুজ্জামান লিটন, ইয়াছিন আলী দেওয়ান, আলমগীর হোসেন, মোস্তফা কামাল মনা, বুলবুল আহম্মেদ, রবিউল ইসলাম টমেটো, শাহাবুল ইসলাম, ছাইফুল ইসলাম সহ উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, আরিফুল আলম শাওন, মোতাহার হোসেন মিজু প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: