আদিবাসী ছাত্র পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা
আদিবাসী ছাত্র পরিষদের নন্দীগ্রাম উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
২৫শে মার্চ শনিবার সকাল ১১ টায় আদিবাসী ছাত্র পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক, অমল মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির শ্রী গৌতম চন্দ্র মাহাতো। জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি কমল চন্দ্র সিং,আদিবাসী পরিষদ বগুড়া জেলার সদস্য কানাই রাম চৌহান, জাতীয় আদিবাসী নন্দীগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুজন কুমার রাজভর। বগুড়া জেলা আদিবাসী ছাত্র পরিষদের স্বপন কুমার সিং, শেরপুর উপজেলা শাখার ভজন টপ্য, বগুড়া জেলা আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সাধন মাহাতো, নন্দীগ্রাম উপজেলা আদিবাসী পরিষদের সহ-সভাপতি সাগর কুমার সিং। বগুড়া জেলা আদিবাসী ছাত্র পরিষদের সদস্য সচিব শ্রী সুজন মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের বগুড়া জেলা শাখার আহবায়ক সদস্য সুমন কুমার নিতাই, শেরপুর উপজেলা শাখার আদিবাসী ছাত্র পরিষদের আহবায়ক শ্রী উত্তম কুমার সিং উপস্থিত ছিলেন। পরে ভজন উরাও কে আহবায়ক, সুজন কুমার কে যুগ্ন আহবায়ক ও নরত্তোম বর্মন কে সদস্য সচিব করে দুই মাসের জন্য ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। সদস্যরা হলেন, সুমন কুমার নিতাই,তৃজান চৌহান, ভাগবত বর্মন, শুভ কুমার মাহাতো, মল্লিকা রাণী উরাও, দিপক রবিদাস, অষ্ট কুমার বর্মন, পৃতম চৌহান, আকাশ বর্মন, বৃষ্টি বর্মন, শিখা বর্মন, দূর্জয় রবিদাস, অন্তর কুমার মাহাতো প্রমুখ।