প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩ ২১:৪৫

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে বেলাল হোসেন (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বেলাল হোসেন নওগাঁ জেলা সদরের পিরোজপুর গ্রামের নজর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ১০’টার দিকে বেলাল হোসেন সান্তাহার জংশন ষ্টেশনের উত্তর পাশে পোঁওতা রেলগেট এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার ষ্টেশনে প্রবেশের সময় বেলাল ট্রেনের নিচে কাটা পড়ে। দুর্ঘটনায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ সনাক্তকারী মৃত বেলাল হোসেনের মামা সান্তাহার পৌরসভা এলাকার পোঁওতা গ্রামের বাসিন্দা মনসুর আলী বলেন, বেলালের পরিবারের নিকট সংবাদ পাঠানো হয়েছে। কিভাবে বেলাল হোসেন মারা গেছেন তাৎক্ষনিক তা জানা যায়নি। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

উপরে