পার্বতীপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সেকেন্দার আলী সরকারের ইন্তেকাল
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের রেলওয়ে এলাকায় প্রতিষ্ঠিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পার্বতীপুর ডিগ্রী কলেজের (বর্তমানে সরকারী কলেজ) অবসরপ্রাপ্ত শিক্ষক সেকেন্দার আলী সরকার বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র,কণ্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পার্বতীপুর পৌর শহরের পুরাতন বাজার নিবাসী পার্বতীপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম ডাঃ মনসুর আলী সরকার এর জৈষ্ঠ পু্ত্র পার্বতীপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও পার্বতীপুর এতিম খানার অন্যতম সদস্য ছিলেন।
মরহুম এর জানাযা বৃহস্পতিবার বাদ যোহর পুরাতন বাজার ধান হাটি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। দাফন কার্য রেলওয়ে পাওয়ার হাউজ কবরস্থানে সুসম্পন্ন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি