বগুড়ায় নাট্যকর্মী নিতিশ চন্দ্রের মৃত্যুতে শোক
বগুড়া নান্দনিক নাট্যদলের নাট্যকর্মী নিতিশ চন্দ্র সিংহ (৬২) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোক বিবৃতিতে নান্দনিক নাট্য দলের সভাপতি তাপস কুমার নিয়োগী, প্রতিষ্ঠাতা সাধরণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
নিতিশ চন্দ্র সিংহ ২৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয় এবং ইহলোক ত্যাগ করেন। নিতিশ চন্দ্র সিংহ বক্তি জীবনে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে। থাকতেন বগুড়া শহরের চলোপাড়া এলাকায়। বগুড়া নান্দনিক নাট্যদলের নাট্যকর্মী হয়ে দির্ঘদিন তিনি কাজ করেছেন।
অনুরুপ শোক প্রকাশ করেছেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, কবি জয়ন্ত দেব, বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস সালাম বাবু, মাহাবুব টুটুল প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার