বগুড়া ওয়াইএমসিএ’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বগুড়া ওয়াইএমসিএ নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার দিনব্যাপী ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এ উপলক্ষে বাইবেল পাঠ ও ধ্যানপর্ব, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বগুড়া ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার সভাপতি এ্যাড. বার্নাড তমাল মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়া ওয়াইএমসিএ শুধুমাত্র অবকাঠামোতে বড় হয়নি, বড় হয়েছে প্রবৃদ্ধিতে। ঐকান্তিক ভালবাসা, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে গেছে। সুশাসন ব্যতিত সুনাগরিক হিসেবে কোন জাতিই গড়ে ওঠতে পারে না। মানুষ মানুষের জন্য ও মানবতাই সকল ধর্মের মূল সূর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া ওয়াইএমসিএ’র উপদেষ্টা মি: দিলীপ মারান্ডী, সহ-সভাপতিদ্বয় মি: সৌরভ বিশ্বাস, ডা: রিটা মন্ডল, কোষাধ্যক্ষ জেমস সুদীপ্ত দেওয়ারীসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি