আদমদীঘিতে ইফতার ও দোয়া মাহফিল
বগুড়ার আদমদীঘি উপজেলার আড়াইল মরহুম ছিদ্দিক হোসেন এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ প্রতিনিধি (শাহাজাহানপুর) ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল বাকি সরকার, যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ, ফরিদ হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পল্লব, উপজেলা কৃষকদলের আহবায়ক রায়হান শরিফ রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার সরকার, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, নশরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বিএনপি নেতা রুবেল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি