নীলফামারীর কিশোরগঞ্জে ৭২ পুড়িয়া হেরোইনসহ একজন গ্রেফতার
এক মাদক ব্যবসায়ী একটি মুদি দোকানের সামনের রাস্তায় হাটছিল আর হেরোইনের পুড়িয়া বিক্রি করছিল।
এটি তার মাদক ব্যবসার নতুন কৌশল। নতুন কৌশল করেও রক্ষা পেল না মাদক ব্যবসায়ী আব্দুল খালেক (৩৮)। এ সময় পুলিশ তাকে ঘিরে ফেলে। তল্লাশী করে প্যান্টের পকেট থেকে বের হয় হেরোইনের পুড়িয়া আর পুড়িয়া। এক এক করে ৭২ পুড়িয়া হেরোইন পায় পুলিশ।
হেরোইনের পুড়িয়াসহ তাকে গ্রেফতার করে থানায় এনে প্রেরণ করা হয়েছে জেলা কারাগারে। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া কাচারিপাড়ায়।
কিশোরগঞ্জ থানা পুলিশ শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী পথে হাটতে হাটতে হেরোইন বিক্রির নতুন কৌশল বের করেছে। আজও বিক্রি করবে। নতুন কৌশলে বড়ভিটা ইউপির বড়ডুমরিয়া কাচারিপাড়াস্থ মুদি দোকানের সামনে হাটছিল এ মাদক ব্যবসায়ী। এ সময় কিশোরগঞ্জ থানার পুলিশ তাকে ঘিরে ফেলে। ওই ব্যক্তিকে করা হয় তল্লাশী। তল্লাশী করে প্যান্টের পকেট থেকে বের হয় হেরোইনের ৭২টি পুড়িয়া। যার ওজন ২৫ গ্রাম, মূল্য ২৫ হাজার টাকা। হেরোইনের পুড়িয়াসহ তাকে গ্রেফতার করে থানা আনা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল খালেক উপজেলার দক্ষিণ বড়ভিটা পাইকারটারী গ্রামের তোফায়েল ইসলামের পুত্র।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান- একটি মুদির দোকানের সামন থেকে তাকে আটক করা হয়। তল্লাশী করে তার প্যান্টের পকেটে ৭২ পুড়িয়া হেরোইন পাওয়া গেছে। তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি