সৈয়দপুরে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের ১৪ জনের বৃত্তি লাভ
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের “শিশু স্বর্গ বিদ্যা নিকেতন থেকে ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়ায় অবস্থিত ওই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ট্যালেন্টপুলে সাত জন এবং সাধারণ গ্রেডে সাত জন বৃত্তি পেয়েছে। গতকাল সোমবার ওই বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এর আগে গত ২০২২ সালের ২১ ও ২২ ডিসেম্বর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল আলম জানান, গত ২০২২ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষায় তাঁর প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পেয়েছে ১৪ জন। এদের মধ্যে ট্যালেন্টপুলে সাত জন এবং সাধারণ গ্রেডে সাত জন।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রথম শ্রেণিতে সাধারণ গ্রেডে একজন, দ্বিতীয় শ্রেণিতে ট্যালেন্টপুলে দুইজন এবং সাধরণ গ্রেডে দুইজন, তৃতীয় শ্রেণিতে সাধারণ গ্রেডে একজন, চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুলে দুইজন ও সাধারণ গ্রেডে দুইজন এবং পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে তিনজন ও সাধারণ গ্রেডে একজন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: