আদমদীঘিতে এ্যাম্পলসহ গ্রেপ্তার ১
বগুড়ার আদমদীঘিতে ১৫ পিস এ্যাম্পলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ি। গতকাল সোমবার দুপুরে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারী সজল (২৮) নওগাঁ জেলার নিউ সাহাপুর (বাহারপট্টি) এলাকার বিপ্লব হোসেনের ছেলে।
পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হাসান বলেন, রবিবার রাতে সান্তাহার পৌর শহরের স্টেশন রোডে একটি মুদিখানার দোকানের সামনে পাকা সড়কের উপর মাদক কেনা-বেচার উদ্দেশ্যে সজল ঘোরাফেরা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে
গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস নেশা জাতীয় এ্যাম্পল উদ্ধার করা হয়ে। সোমবার মাদক দ্র্রব্য আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি