যানজট নিরসনে মত বিনিময় সভা
বগুড়ার আদমদীঘি উপজেলার জংশন ও পৌর শহর সান্তাহারে যানজট নিরসনে এক মত বিনিময় সভা সান্তাহার পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে।
সান্তাহার পৌরসভার উদ্যেগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পৌরসভা মিলানায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন। সভায় বক্তব্য রাখেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা, রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম, থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান, পৌরসভার মেয়র জার্জিস আলম, নজরুল ইসলাম, আলাউদ্দীন আলী, কামরুল ইসলাম, মোমতাজ আলী, সহকারি অধ্যাপক রবিউল ইসলাম, মাসুদ রানা, সাংবাদিক খায়রুল ইসলাম প্রমূখ। সভায় সান্তাহার শহরের যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহয়তার আশ্বাস দেওয়া হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি