সৈয়দপুরে মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ট্যাব বিতরণ চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি- ২০২১ প্রকল্পের ট্যাবলেটগুলো বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলা পরিসংখ্যান অফিস ওই ট্যাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। গত বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ট্যাব বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিয়ে এর শুভ উদ্বোধন করেন নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আহসান আদেলুর রহমান আদেল ।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান।
এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ১৭৪টি ট্যাব বিতরণ করা হবে। তন্মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ১৮টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ১০৬টি ট্যাব বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার) অবশিষ্ট ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাকি ট্যাবগুলো তুলে দেয়া হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: