শিবগঞ্জে প্রতিবন্ধী দিয়ে সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন
বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ীর জায়গা নিয়ে বিরোধের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য প্রতিবন্ধীকে নিয়ে মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার ও এ ঘটনায় গ্রেফতারকৃতকে মুক্তি দাবী করে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার শিবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলার কিচক পালিহার গ্রামের নয়ন চৌধুরী। লিখিত বক্তব্যে
তিনি বলেন আমাদের বসত বাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলছে একই এলাকার গাজিউল ইসলামের সাথে। এ বিরোধ ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তিনি (গাজিউল) আমার ভাই সারজু চৌধুরীর ছেলে ভ্যান চালক রাকিবুল ইসলাম মীমের নামে প্রতিবন্ধী মেয়ে কে ধর্ষনের চেষ্টার
অভিযোগ এনে থানায় মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ আমার ভাতিজা মীম কে গ্রেফতার করে হাজতে প্রেরণ
করে। তিনি বলেন এই মামলা মিথ্যা তা এলাকার শত শত মানুষ প্রমান দেবে। আমি সুষ্ঠ তদন্ত করে মামলা প্রত্যাহার সহ আমার ভাতিজার মুক্তি
দাবী করছি। সেই সাথে এই মিথ্যা মামলা দায়ের কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে
উপস্থিত ছিলেন জাদিদ চৌধুরী, মহাতাব সহ পরিবারের সদস্যবৃন্দ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ