আদমদীঘিতে এনএটিপির সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রান্তিক পর্যায়ে কৃষিপন্য উৎপাদন বৃদ্ধির লক্ষে (সিআইজি কংগ্রেস)কৃষি উৎপদনমুখী সমবায় সমিতির নারী-পুরুষ সদস্যদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ॥ প্রজেক্ট (এনএটিপি-২)এর আওতায় ৬০টি সিআইজি সমিতির ১৫০জন কৃষক-কৃষানী কংগ্রেস কর্মশালায় অংশ গ্রহন করেন। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা হলরুমে এই কর্মশালা হয়। উপজেলা সহকারি কশিশনার(ভুমি) মুনিরা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন,বগুড়া জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক,আদমদীঘি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,কৃষি সম্প্রসারন অফিসার দিপ্তী রানী,কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু,কৃষক প্রতিনিধি জালাল উদ্দীন প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি