সৈয়দপুরে ২ দিনে ৫৬ রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা প্রদান
নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমান থেরাপি ভ্যানের মাধ্যমে গত দুই দিনে মোট ৫৬ রোগীকে প্রতিবন্ধী ব্যক্তি এবং বাত, ব্যথা ও প্যারালাইসিস রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেয়া হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার ও গত বুধবার নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ওই ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী বক্তিবর্গের প্রতিবন্ধিতার মাত্রা ও ঝুঁকি নিরসনের জন্য ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় পরিচালিত ও বাস্তবায়িত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ওই থেরাপি সেবা দেওয়া হয়। নীলফামারী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভ্রাম্যমান থেরাপি ভ্যানের মাধ্যমে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়ে থাকে। এর অংশ হিসেবে নীলফামারীর জেলার জলঢাকা ও সৈয়দপুর উপজেলায় চলতি ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ওই থেরাপি সেবা প্রদান শুরু হয়েছে। প্রতি সপ্তাহে দুইদিন করে আগামী জুন মাস পর্যন্ত ওই থেরাপি সেবা কার্যক্রম চলবে। প্রতি মাসের প্রতি সপ্তাহের রোব ও সোমবার জেলার জলঢাকা উপজেলায় এবং বুধ ও বৃহস্পতিবার ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে সৈয়দপুর উপজেলায় ওই সেবা দেয়া হচ্ছে। সৈয়দপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার সকাল মোট ৫৬ জন রোগীকে থেরাপি সেবা প্রদান করা হয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ৩১ জন এবং গত বুধবার ২৫ জন রোগীকে ওই সেবা প্রদান করা হয়েছে। নীলফামারী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্বপ্না তালুকদার ওই থেরাপি সেবা প্রদান করেন।
নীলফামারী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান আলী জানান,নির্ধারিত দিনে বিপুল সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি এবং বাত, ব্যাথা ও প্যারালাইসিস রোগী আমাদের বিনামূল্যে ফিজিওথেরাপি নিতে আসেন। কিন্তু সবাইকে আমরা থেরাপি প্রদান করা হয় না। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি চিকিৎসক কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার পর থেরাপির প্রয়োজন এমন প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি সেবা প্রদান করা হয়ে থাকে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি