সৈয়দপুরে সহস্রাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের উদ্যোগে সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল নয়টায় সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের আহ্বায়ক ও সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব জি এম কামরুল হাসান শামীম ও সদস্য ডা. মো. আবু সাঈদ টিটু।
এ সময় অন্যান্যদের মধ্যে সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ কমিটির যুগ্ম -আহবায়ক নুরুল ইসলাম ডলার, সদস্য এজাজ আহমেদ, ফারুক তালুকদার, আব্দুস সালাম, ,শাহীন আক্তার, সদস্য শাহানাজ বেগম ঝর্ণা, এম আর এ মানিক, হারুন-অর -রশিদ, সেকেন্দার আলী, শাহাবাত আলী সাব্বু, নুর মোহাম্মদ, মতিয়ার রহমান, এ্যাড. সুজাউদ্দোল্লা সুজা মোছা. রোকসানা পারভীন, মিজান, বাদশা, ফিরোজ, হাফিজ, লেবু ও রেশমাসহ সংগঠনটির অন্যান্যরা উপস্থিত থেকে খাদ্য ও নগদ অর্থ সামগ্রী বিতরণে সার্বিক সাহায্য-সহযোগিতা প্রদান করেন।
ওই দিন সংগঠনের পক্ষ থেকে এক হাজার একজন অসহায় ও দুস্থ মানুষকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিতরণকৃত এ সব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, সয়াবিন তেল দুই লিটার,ডাল দুই কেজি, ছোলা এক কেজি এবং নগদ পাঁচশত টাকা।
এছাড়াও সংগঠনটির উদ্যোগে রমজানের শুরু থেকে প্রতিদিন সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: