পার্বতীপুরে ১৫ হাজার পিচ ইয়াবা জব্দ সহ ট্রাক আটক, গ্রেফতার ২
দিনাজপুরের পার্বতীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা ১৫ হাজার পিচ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট জব্দ ও একটি ট্রাক আটকসহ ইয়াবা পাচারের অভিযোগে ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে পার্বতীপুর শহরতলীর হলদীবাড়ী এলাকার মৎস্য খামারের সামনের রাস্তা থেকে ইয়াবা জব্দ ও ইয়াবা বহনকারী ট্রাক আটক ও ইয়াবা পাচারকারীদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জানা গেছে,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রংপুরের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ন- ২১০৪৫৯) আটক করলে ট্রাকে বহনকৃত পুরোনো ফার্নিচারের নিচ থেকে যৌন উত্তেজক নেশাজাত দ্রব্য ইয়াবা গুলো জব্দ করা হয়। পার্বতীপুর উপজেলায় অবস্হিত পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের মৎস্য খামারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ট্রাক ও ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার ও ইয়াবাগুলো জব্দ করা হয়। হাতেনাতে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বশিরপুর গ্রামের হাজী শহিদুল্লাহ মাস্টারের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামের নুর হোসেন শেখের ছেলে আরিফ হোসেন পাপ্পু (৩৪)।
অভিযান পরিচালনাকারী দলনেতা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোয়েন্দা শাখার পরিদর্শক মোজাফফর হোসেন শাহ জানান, চট্রগ্রামের সিটি গেট থেকে ইয়াবাসহ একটি ট্রাক নীলফামারীর জেলার সৈয়দপুর উপজেলায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি দল নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকে রাখা একটি ব্যাগ থেকে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা চালানের বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে আরিফ হোসেন পাপ্পু (ড্রাইভার) ট্রাকের চালক। একই দিন জব্দ হওয়া ইয়াবা ও ট্রাকসহ গ্রেফতার কৃত দু’জনকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সাকিব সরকার বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ইয়াবা জব্দ, ট্রাক আটক ও ইয়াবা পাচারকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ