সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্কাউটস্ দিবস পালিত
শনিবার নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
“ স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
এতে অন্যান্যদের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার মো. সাকিল হোসেন, উপজেলা স্কাউট লিডার রওশন আরা চৌধুরী, উপজেলা কাব লিডার মো. মোস্তাফিজুর রহমান বাদল প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, রহমতউল্লাহ সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন, বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. নাজমুল হক, সহ-সভাপতি মো. মমিনুর রহমান খান, সহকারী কমিশনার অধ্যক্ষ সৈয়দ মো.আমিরুল ইসলাম, মো. আব্দুল্লাহ্, গ্রুপ কমিটির সভাপতি শেখ মো. একরামুল হক, সহ-যোজিত সদস্য মো. আজিজুল বারী বসুনিয়া, কোষাধ্যক্ষ উমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ স্কাউটস দিবসের একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের স্কাউটস দল, হাজারীহাট মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা স্কাউটস দল এবং শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল অংশ নেয়।
বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে সৈয়দপুর উপজেলা শাখা গৃহিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিশেষ ডে ক্যাম্প, স্কাউটস ওন এবং ইফতার ও দোয়া মাহফিল।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: