রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
রাজশাহীতে কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছেই। শনিবার (৮ এপ্রিল) বেলা ৩টায় রাজশাহীতে ৩৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গতকাল শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, বৃহস্পতিবার ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।’
আবহাওয়া অফিসের হিসেবে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যের তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ হিসেবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে তা তীব্র তাপপ্রবাহ। সে অনুযায়ী রাজশাহীতে এখন মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।
তাপপ্রবাহের কারণে বাইরে বের হলে মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। একটু বেলা বাড়লেই পথঘাট উত্তপ্ত হয়ে উঠছে। এ কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। খুব প্রয়োজন না হলে কেউ বাড়ির বাইরে যাচ্ছেন না। তবে শ্রমজীবী মানুষকে ঠিকই বৈরী পরিবেশের ভেতরে কাজ করতে হচ্ছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, ‘রাজশাহী অঞ্চলে এ রকম তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে হঠাৎ বৃষ্টিরও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে।’

অনলাইন ডেস্ক